আগে জানি; বুঝি তারপর পরিপুর্ন শিক্ষা নিয়ে নিজের দক্ষতাকে পেশায় পরিবর্তন করি
আজকের দিনে অনলাইনে অর্থ উপার্জন বিষয়টা যেন, ঘরে ঘরে মুখে মুখে কলোরব করেই চলেছে। কারন, এখন আপনি আপনার সামান্যতম দক্ষতাকেও আপনার আয়ের মাধ্যম হিসেবে ব্যাবহার করতে পারছেন। তবে বেশির ভাগই শুধুমাত্র শুনেছে; কিন্তু ইহাকে বাস্তবে এপ্লাই করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কখনোই চেষ্টা করেন নাই। আবার, ভূল নির্দেশনা এবং সঠিক প্রস্তাবনার অভাবে অনেকেই বেশ ঘোরাফেরা করে শুন্য হাতে ফিরে এসেছে।
আসলেই, আমাদের শিক্ষার প্রতি অবহেলা আছে বলেই,
"আগে দে, পরে হুনুম-জানুম।"
এই চিন্তা ভাবনা নিয়েই কাজ শুরু করতে গিয়েই পেশাগত পরিচয় থেকে দূরে সরে গেছেন। আর এ কারনেই আজকের আয়োজন,
"আগে জানি; বুঝি তারপর পরিপুর্ন শিক্ষা নিয়ে নিজের দক্ষতাকে পেশায় পরিবর্তন করি।
তাহলে, শুরু করা যাকঃ
আউটসোর্সিং (টাকা ইনকাম করার উপায়)
বাঁধাধরা কোন নিয়ম মেনে চাকরি না করে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করাই ফ্রিল্যান্স বা আউটসোর্সিং আপনাকে নিচের সাইটে অ্যাকাউন্ট ওপেন করতে হবে । এখানে অ্যাকাউন্ট করা ফ্রি ।
এরপর আপনি ওখানে বিভিন্ন কাজের নিয়োগ দেখতে পারবেন । ওই নিয়োগে আপনি কাজের জন্য আবেদন করবেন । কাজ পাওয়ার পরে, কাজটি শেষ করে আপনি ৭,০০০ টাকা থেকে শুরু করে ৩.৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
পিটিসি
পিটিসি মানে পেইড টু ক্লিক, আপনাকে ক্লিক এর মাধ্যমে টাকা পেইড করবে মানে হচ্ছে আপনাকে বিজ্ঞাপন দেখে টাকা আয় করা লাগবে। এতে আপনি বেশি টাকা আয় করতে পারবেন না। নিচের সাইটে অ্যাকাউন্ট তৈরী করে নিতে হবে।
নিওবাক্স ও ক্লিক্সসেন্স এই সাইটে ক্লিক এর পাশাপাশি মিনি জব করতে পারবেন এর জন্য আপনাকে ক্রাউড ফ্লাওয়ার অ্যাকাউন্ট তৈরী করে নিতে হবে। মিনি জব থেকে প্রতি দিন $1 হতে $5 ইনকাম করতে পারবেন
এখানে অ্যাকাউন্ট তৈরী কারা জন্য ইমেল ছাড়া আর কিছু লাগে না ।
ব্লগিং
ব্লগিং এর অর্থ যা বুঝায় আপনার মাঝে জ্ঞান গুলোকে আপনার লেখার মাধ্যমে অন্যকে জানানো আপনার যদি ইংরেজীতে ভাল জ্ঞান থাকে পড়তে ও লিখতে পারেন।
তাহলে আপনি প্রতি মাসে ৪০,০০০ টাকা ইনকাম করতে পারেন। মানে আপনি হবেন একজন ব্লগার । এর জন্য আপনাকে আপনার নিজের একটা ওয়েব সাইট থাকতে হবে । এটি আপনি ফ্রি ও গুগলের সাইট থেকে করে নিতে পারেন
যদি ওয়েব সাইট করার টাকা না থাকে । তাহলে blogger সাইট দিয়ে প্রথমে শুরু করতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন
ইন্টারনেট এ একজন ভাল গ্রাফিক্স ডিজাইনারের অনেক দাম। আপনি যদি ভাল গ্রাফিক্স ডিজাইন জানেন তাহলে আপনি সহজে টাকা আয় করতে পারবেন।
আপনি কেমন গ্রাফিক্স ডিজাইনার সেটি যাচাই করার জন্য ৯৯ডিজাইনস সাইটে আপনার গ্রাফিক্স ডিজাইনের কিছু নমুনা জমা দিতে হবে আপনি এখানে প্রথম হলে আপনার ডিজাইন সেল করে প্রতি মাসে ৫০,০০০ টাকা আয় করতে পারবেন
ফোরাম পোস্টিংঃ
সর্বপ্রথম আপনাকে এই ফোরাম সাইটে পোস্ট দিতে হবে । এখানে আপনাকে ফরেক্স বিষয়ে আগে ভাল জানতে হবে । ফরেক্স বিষয়ে ভাল জানার পরে এখানে আপনি পোস্ট দেওয়ার জন্য $0.20 করে পাবেন । এখানে আপনি ৫০ টি পোস্ট প্রতি দিন দিতে পারবেন । আপনি যদি প্রতিদিন ৫০ টি করে পোস্ট দিতে পারেন তাহলে আপনার প্রতি দিন ইনকাম হবে $10 ডলার মানে বাংলাদেশি টাকায় ৭৫০ টাকা প্রতিদিন।
ক্রেগলিস্টঃ
ক্রেগলিস্ট হচ্ছে আমাদের বিক্রয় ডট কমের মত একটা সাইট । এখানে আপনাকে মানুষের হয়ে তার বিজ্ঞাপন এর পোষ্ট দিতে হবে। এবং আপনি প্রতি পোষ্ট এর জন্য $1 হতে $0.50 ইনকাম করতে পারবেন । এখানে যারা আপনাকে বিজ্ঞাপন পোষ্ট করার জন্য টাকা দিবে তাদের দেখা মিলবে নিচের সাইট দুটিতেঃ-
ডাউনলোড ও উপলোডঃ
কি শুনে অবাক হচ্ছেন ডাউনলোড করে আবার কি ভাবে টাকা আয় করে ?
হ্যা
আপনি যা শুনছেন তা সঠিক শুনচ্ছেন ডাউনলোড ও আপলোড করেও টাকা ইনকাম করার বহু সহজ উপায় আছে।
অনলাইনে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে যে কোন কিছু উপলোড করে টাকা ইনকাম করতে পারেন। আপনার উপলোড ফাইল যত ডাউনলোড হবে । তার উপর নির্ভর করে আপনাকে তারা টাকা প্রদান করে থাকবে।
আপনাকে অবশ্যই তাদের দেওয়া নিয়ম মেনে কাজ করতে হবে। না হলে আপনার অ্যাকাউন্ট তারা ব্যান করে দিতে পারেন ।
অ্যাফিলিয়েট মার্কেটিংঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মানুষের পন্য বিক্রি এর মাধ্যমে আয়।
আমাদের দেশে আপনার জমি বিক্রি করে দালালরা হাজারে কিছু কমিশন পায়।
লাইক আপনিও নিচের সাইট দুটিতে পন্য বিক্রি করে আয় করতে পারবেন।হতে পারে সেটি সফটওয়ার,গেমস অথবা অন্যান্য যেকোন ধরনের পণ্য।
এই সাইটে আপনি বিভিন্ন প্রডাক্ট বিক্রি করার অফার পাবেন। সে গুলো আপনি বিক্রি করে দিলে তারা আপনাকে ৫০% পর্যন্ত কমিশন দিবে সো আর দেরি না করে আজ থেকে শুরু করে দিন
যে কোন প্রকার প্রয়োজনে বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন।
No comments