কোথায় কাজ পাবেন?
আপওয়ার্কঃ
আপওয়ার্ক ডট কম (UpWork.com) বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট (Freelancing Sites)। এখানে ঘন্টাপ্রতি এবং ফিড প্রাইস এ দুধরণের কাজ পাওয়া যায়। কাজের পেমেন্ট নিশ্চয়তা দেওয়া হয় ঘন্টাপ্রতি কাজ করলে। আর ফিড প্রাইসে অর্থপ্রাপ্তি নির্ভর করে আপনার নিয়োগকারীর উপর। নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবাই আপওয়ার্কের ঘন্টাপ্রতি কাজ রেকমেন্ড করেন।
ফ্রিল্যান্সারঃ
অনলাইনের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডট কম (Freelancer.Com)।
প্রতিষ্ঠানটি একদম শুরু থেকেই নানারকম প্রতিযোগিতার আয়োজন করে থাকে, আর এ প্রতিযোগিতার কারণেই হয়ত প্রতিষ্ঠানটির নাম শুনে থাকবেন আপনারা।
সর্বশেষ এসইও অ্যান্ড রাইটিং প্রতিযোগিতায় ওয়ার্ল্ড চাম্পিয়ান হয় বাংলাদেশি ডেভসটিম লিমিটেড। এই সাইটটিতে সব কাজই ফিড প্রাইস নির্ভর। ঘন্টাপ্রতি কাজের কোন সিস্টেম এখনো চালু হয়নি। এদের বিভিন্ন মেম্বারশীপ সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি টাকা খরচ করে বাড়তি সুবিধা ভোগ করতে পারেন।
ইল্যান্সঃ
আপওয়ার্ক এর মত ইল্যান্স ডট কম(Elance.Com) আরেকটা জনপ্রিয় সাইট এবং এটাও ঘন্টাপ্রতি কাজে পেমেন্ট এর নিশ্চয়তা দেয়।
বাড়তি সুবিধা হলো ফিড প্রাইজের কাজের ক্ষেত্রেও এরা পেমেন্ট গ্যরান্টি সুবিধা দেয় যেটাকে এস্ক্রো বলে। এখানেও ফ্রিল্যান্সারের মত মেম্বারশিপ সিস্টেম আছে।
গুরুঃ
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উপরের তিনটা কম্পানিই বেশি জনপ্রিয়। এদিক থেকে গুরু ডট কম (guru.com) খুব একটা জনপ্রিয় নয়। তবে যেহেতু এখানে লোকজনও কম, সুতরাং নতুনরা চাইলে এখানে একবার চেষ্টা করে দেখতে পারেন! তবে নতুন করে এটাতে ঘন্টাপ্রতি কাজের সিস্টেম চালু করা হয়েছে যেখানে পেমেন্ট নিশ্চয়তা দেওয়া হয়।
এছাড়াও আরো আছে,
জুমলা ল্যান্সার (Joomla Lancer)
ফ্রিল্যান্সার সুইচ (Freelancer Switch)
মাইক্রোওয়ার্কারস (Micro Workers)
ফাইভেরর (Fiverr)
পিপল পার হাওয়ার (People Per Hour)
৯৯ ডিজাইনস (99 Designs)
ও এরকম আরো অনেক সাইট, যাহা পরবর্তী পোস্ট সমুহে ধারাবাহিক ভাবে বিস্তারিত আলোচনা করা হবে।
ইত্যাদি সাইটেও মোটামুটি ভাল মানের কাজ পাওয়া যায়।
No comments