Header Ads

ব্লগ করে আয় করা এখন অনেকটা সহজ

ব্লগিংয়ে আয়

অনলাইনে আয়ের বিভিন্ন মাধ্যম রয়েছে। এর একটি ব্লগিং। তবে ব্লগিংয়ের ক্ষেত্রেও আয়ের কয়েকটি উপায় রয়েছে। তবে সেগুলোর স্থায়িত্ব, নিরাপত্তা, মান সর্বোপরি যথাযথ মাধ্যম খুঁজে পাওয়া নতুন ব্লগারদের জন্য অনেকটা কষ্টকর বটে। এই পোস্টটিতে আমি নতুন ব্লগারদের জন্য জনপ্রিয় ৫টি আয়ের মাধ্যম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমি নিজেই এই মাধ্যমগুলো ব্যবহার করে থাকি এবং আয়ের পরিমানও যথেষ্ঠ ভালো।

যে মাধ্যম ব্যাবহার করে আপনি আপনার ব্লগ দিয়ে ইনকাম করতে পারবেন,

সেগুলা হচ্ছেঃ

১। গুগল অ্যাডসেন্স
২। ডিরেক্ট অ্যাডভারটাইজমেন্ট: ব্যানার অ্যাড
৩। ফিচার্রড ব্লগ পোস্ট
৪। ব্যাকলিংক বিক্রি
৫। অ্যাফিলিয়েট মার্কেটিং
৬। নিবন্ধ লিখে আয় রোজগার
৭। ব্লগে নিজের মতামত প্রকাশের জন্যে টাকা। 

No comments

Powered by Blogger.