Header Ads

শিখতে হলে জানতে হবে

প্রয়োজনীয় স্মার্ট ফোন এপ্স রিভিউ

স্মার্টফোন আমাদের জীবনের অতি প্রয়োজনীয় একটা অংশ হয়ে আছে।ছবি তোলা গান শোনা  আর গেমস খেলা  ছাড়াও আসুন স্মার্টফোন কে ব্যবহার করি স্মার্টলি।

উদ্দ্যোক্তা বা যেকোনো পেশাজীবী মানুষের জন্য  অত্যাবশ্যক কিছু অ্যাপস নিয়ে আজকের এই লেখাঃ

    ১)  Cam Card 

কেউ আপনাকে তার বিজনেস কার্ড দিল,এখন আপনাকে যা করতে হয় হয় ওটা মানিব্যাগের চিপায় রেখে দিতে হয়,পরে আর খুঁজে পাওয়া যায়না,নয়ত ম্যানুয়ালি টাইপ করে সেভ করে রাখতে হয় যা রীতিমত কষ্টদায়ক। এই অ্যাপস টার কাজ হল আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে বিজনেস কার্ডের  ছবি তুলে রাখবেন,এটা স্ক্যান করে নাম,প্রতিষ্ঠানের নাম,কন্টাক নাম্বার সহ সব কিছু আলাদা করে গুগলে সেভ করার পাশাপাশি আপনার কন্টাক্ট লিস্টেও সেভ করে রাখবে। এই এপস টা আমার ১৪৫ ডলারে কার্ড স্ক্যানার কেনা থেকে বাঁচিয়ে দিল 

  ২) Dropbox 

ড্রপবক্সের নাম কে না শুনেছে? অনলাইনে আপনার সব ধরনের ডাটা জমা রাখা এবং তা শেয়ার করার চমৎকার একটি সফটওয়ার 

  ৩)Evernote 

হটাত কোন আইডিয়া আসল,কিংবা মিটিং কখন,ক্যালেন্ডার সিঙ্ক্রোনাইজেশন করা সহ অনেক কিছুই  করা যায় এই সফটওয়ার দিয়ে। যেকোনো পেশাজীবী মানুষের জন্য অত্যাবশ্যক এটা 

  ৪) Yammar 

কমিউনিকেশন টুল এটা,আপনার আইডিয়া ,নলেজ আপনার টিমের সাথে শেয়ার করার জন্য 

  ৫) iThoughts HD 

কোন আইডিয়া নিয়ে কাজ করার সময় আমরা মাইন্ড ম্যাপিং করি,  এই এপস টা দিয়ে সেটাই করা যাবে খুব সহজে।আর আইডিয়া মাথায় থাকার চেয়ে খাতায় মানে এপস এ থাকা বেশী বেটার

No comments

Powered by Blogger.