কিভাবে প্রথম কাজ পাওয়া যায়?
একটি প্রশ্ন আমাদের খুব বেশি শুনতে হয়,
"আমি এত এত কাজে অ্যাপ্লিকেশন করি কিন্তু কাজ তো পাই না! কি করতে পারি?"
উত্তর পরে বলছি।
তার আগে একটি বিষয় নিশ্চিত হওয়া দরকার।
→ আপনার প্রোফাইল কি পরিপূর্ণ?
→ আপনার কি উক্ত কাজে দক্ষতা আছে?
→ আপনার কাজের স্যাম্পল কি যুক্ত করেছেন?
→ আপনি কি ভালমানের কভারলেটার
লিখেছিলেন অ্যাপ্লিকেশনের সময়?
উত্তর যদি না হয়, তবে বলবোঃ
কেন আপনাকে একজন বায়ার কাজ দিবে?
কোন কাজে অ্যাপ্লিকেশন করার আগে উক্ত বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে।
প্রোফাইল সাজানোর জন্য আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ের ভাল মানের ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখুন, সেখান থেকে ধারণা নিন।
এরপর আপনার প্রোফাইলকে তাঁদের মত করে সাজান।
No comments