Header Ads

উপার্জন করুন মাইক্রো ওয়ার্কাস থেকে (মার্কেট প্লেস রিভিউ)

মাইক্রোওয়র্কারস

মাইক্রোওয়ারকার্স (Microworkers.com)। এই সাইটে ছোট ছোট কিন্তু সহজ কাজ পাওয়া যায়। আর এই কাজ গুলো সম্পাদনা করতে কয়েক মিনিট এর বেশি লাগে না। এই সাইটে সদস্য বা রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাবেন ৳১ ডলার বা ৬৯.৫২৫ টাকা। আপনার রেফারেল লিংক ব্যবহার করে কেউ রেজিস্ট্রেশন করলে পাবেন ৳১ ডলার। আর ছোট ছোট কাজ গুলো থেকে তো ইনকাম হবেই। তবে কাজ সহজ বলে এখানে ইনকামের পরিমান তুলনামূলক কম।

এভাবে আপনি ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে প্রতিদিন ৳১ – ৳৩ ডলার আয় করতে পারেন ইচ্ছে করলে। টাকা পাবেন পে-পাল, মানি-বুকার, চেক ইত্যাদি মাধ্যমে।

কেউ কেউ হয়তো ভাবছেন আমি এত বিজ্ঞাপন করছি কেন? তাই না? আমি ভাবলাম আপনারাতো ব্লগে বসে আছেন কিছুনা কিছু শেখার জন্যে। তাই ভাবলাম আপনাদের আমার এই সামান্যতম কষ্ট যদি কারও উপকার করে তাহলে দোষ কি।

শুরু করবেন যেভাবে

মাইক্রোওয়ারকার্স ডট কম লিংকে ক্লিক করার পর উপরে তাকিয়ে দেখেন Register for free লেখা আছে সেখানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন র্ফম পুরন করার পর একাউন্ট চালু করার জন্য আপনার দেওয়া ই-মেইলে একটি লিংক দিবে সেখানে ক্লিক করুন। সাথে সাথে আপনার একাউন্টে পৌছে যাবে আপনার কাংক্ষীত ৳১ ডলার বা ৬৯.৫২৫ টাকা। এরপর Available jobs এ গিয়ে আপনার পছন্দমত কাজ খুঁজে নিন। যত বেশি কাজ করবেন, তত টাকা পাবেন।

1 comment:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি তাবাসসুম, ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কমিশন এবং বোনাস সহ নানান ধরনের সুবিধা পাবেন ইন্সটাফরেক্স পার্টনার হিসাবে।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন।

    আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    Skype ID: Tabassum IFX

    ReplyDelete

Powered by Blogger.