Header Ads

কভার লেটার ই আপনার প্রথম আবেদন

একজন ভালোমানের ফ্রিল্যান্সার হতে হলে একটি ভালো মানের প্রফাইল থাকতে হবে আপনার, আর যাহার পূর্বশর্ত হলো একটি সুন্দর ও সাবলিল ভাষার কাভার লেটার, যেটি প্রথম দেখাতেই একজন বায়ারের মনোযোগ আকর্ষণ করতে পারে।

এধরণের কাভার লেটার লেখার আগে আপনাকে মনে রাখতে হবে,

→ সেটি অবশ্যই সংক্ষিপ্ত করবেন
→ বায়ারকে বোঝাতে হবে আপনি কাজটা   
     বোঝেন
→ অল্প কথায় বলতে হবে: এই কাজ কোনো
     ব্যাপার না, আমি আগেও করেছি
→ আপনার ওই কাজের পূর্ব অভিজ্ঞতার একটা           বলিংক দিন স্যাম্পল হিসেবে।
→ এবং একটি স্যাম্পল ফাইল এটাচ করে দিবেন।

শুধু এই লাইনটাই, ইংরেজিতে সবচেয়ে ভাল কভার লেটার।

অনেকেই বলতে পারেন এত ছোট আবার কাভার লেটার হয় নাকি?

হয়, কেন হবেনা?

আমি যদি দুই লাইনেই তাঁকে সবকিছু বোঝাতে পারি কি দরকার আমার অনেক বড় কভারলেটার লেখার?

বড় বা লম্বা কভার লেটারের কোন মানে নেই যদি বায়ার সেটি না পড়ে।

একবার বায়ারের আসনে নিজেকে বসান, বা নিজেই বায়ার হয়ে যান আপনার কিছু প্রোজেক্টের সাহায্যের জন্য। দেখেন কাদের কভার লেটার পছন্দ হয়েছে, কাদের হয় নাই। ওখান থেকেই বুঝতে পারবেন আসলে কী করা উচিত, কি করা উচিৎ নয়।

লম্বা কভার লেটার দিলে ক্লায়েন্ট পড়তে চায় না।

আপনি পড়বেন?

আপনি যা চাইছেন, তা না দিয়ে যদি কেউ ইতিহাস বর্ণনা শুরু করে, তাহলে আপনি তাকে পছন্দ করবেন না এটাই স্বাভাবিক।

উল্টো ভাববেন যে, আপনি যে কাজের জন্য পোস্ট দিয়েছেন তার কিছুই সে পড়ে নি।

সাধারণত: ৫ সেকেন্ডের ভিতরে আপনাকে বায়ারের মনোযোগ আকর্ষণ করতে হবে, তারপর অন্য কিছু পড়তে আগ্রহ পাবে। তাই প্রথম ২ লাইনেই আকর্ষণ করার চেষ্টা করুন।

No comments

Powered by Blogger.